জ,ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার গ্রামে গ্রামে ফসলি ধানের জমির বিশাল অংশ জুড়ে গভীর করে ড্রেজার দিয়ে মাটি কাটার কাজ চলছে। স্থানীয় ভূমিদুস্য চক্ররা, স্থানীয় প্রশাসনকে অর্থের বিনিময় ম্যানেজ করে তিন ফসলি জমি ধ্বংস করে মাটি বিক্রির ব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে। মাটি খেকোদের উৎপীড়নে দিশাহারা হয়ে উঠেছে ফসলি জমির মালিক ও কৃষি শ্রমিকরা। অবাধে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক পড়েছে। এতে আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে কৃষিজমি।
স্থানীয় কৃষক হাশেম মিয়া, দানু মিয়া, নান্টু মিয়া জানান, স্থানীয় প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করেই অবাধে চালাচ্ছে এই মাটির ব্যবসা। তাদের ভয়ে কৃষকরা লিখিত অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। কথা বললে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। মৌখিক ভাবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার।
এই ব্যাপারে নবীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও সহকারী কমিশনার ভুমি মাহমুদ জাহান বলেন, কোনো ভাবেই ফসলি জমি থেকে মাটি কাটা যাবে না। তবে এসব বন্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available