সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি না হওয়া সত্ত্বেও আব্দুর রউফ নামে এক শ্রমজীবী সাধারণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১২ জানুয়ারি রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রউফ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। পেশায় চারাগাঁও শুল্ক স্টেশনে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের এলসিকৃত কয়লা-চুনাপাথর পরিবহন কাজে সম্পৃক্ত শ্রমজীবী ও একজন সাধারণ কয়লা সরবরাহকারী ব্যবসায়ী।
শনিবার বিকেলে তাকে কলাগাঁও বাজার থেকে থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম চৌধুরী ও এএসআই কার্তিক থানার ওসি দেলোয়ার হোসেন দেখা করতে বলেছেন বলে রউফকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
রাতভর থানা হাজতে রেখে রোববার সকালে গত ১৬ ডিসেম্বর নিষিদ্ধ ঘোষিত তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউজ্জামান ইমনসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে তাহিরপুর থানার এসআই মো. আমির উ্দ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী অফিসার থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ পারভেজ ভুঁইয়া।
মামলার বাদী এসআই মো. আমির উ্দ্দিন জানান, আসলে আব্দুর রউফ ওই মামলায় কোনো এজাহার নামীয় আসামি ছিলেন না। মামলার তদন্তকারী অফিসার বলতে পারবেন কি কারণে তাকে আসামি হিসাবে ওই মামলায় গ্রেফতার দেখিয়েছেন।
এসআই মোহাম্মদ পারভেজ ভুঁইয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্যদের নামে দায়ের করা মামলার তদন্তে ঘটনার সাথে আব্দুর রউফের সম্পৃক্ততা পাওয়া গেছে।
রউফের মা মোসা. বানেছা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের পদধারী নেতাকর্মী বা সমর্থকই না। সে দরিদ্র পরিবারের সন্তান হিসাবে চারাগাঁও শুল্ক স্টেশনে কয়লা চুনাপাথর পরিবহন কাজে থাকা শ্রমজীবী ও একজন সাধারণ কয়লা ব্যবসায়ী।
তিনি আরও বলেন, থানা পুলিশ মহল বিশেষের আক্রোশে ও ইন্দনে হয়রানি করতে আমার ছেলের নামে অতীতে কোনো ধরনের মামলা না থাকার পরও ওসির রোশানলে পড়ায় তাকে অজ্ঞাতনামা আসামির সুযোগ নিয়ে গ্রেফতার দেখিয়ে কৌশল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
রোববার তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট গ্রেফতার রউফের মায়ের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে সরকারি মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available