এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বাম তীরে ১৪ নাম্বার পিআইসির ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অনিয়ম নিয়ে এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। অবশেষে বালুর বাঁধ ভেঙ্গে একই স্থানে ফের মাটি দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে।
১৩ জানুয়ারি সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা পাউবো কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দোয়ারাবাজার উপজেলার এসও সাদ্দাম হোসেন জানান, বক্তারপুরের ১৪ নাম্বার পিআইসিতে বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ পেয়ে সেখানে কাজ বন্ধ রাখা হয়েছিল। আজকে স্থানীয় কৃষক, পাউবো ও পিআইসি সংশ্লিষ্টদের উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available