ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা মামলায় জড়িত মো. ওসমান প্রকাশ সৌরভ বলি নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
১২ জানুয়ারি রোববার বিকালে রাউজানের গহিরা সত্তারঘাট এলাকায় নারী নিয়ে ঘুরাফেরা করার সময় স্থানীয় জনতা সৌরভ বলিকে গণধোলাই দিয়ে রাউজান থানায় সোপর্দ করে। পরে তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার মো. ওসমান প্রকাশ সৌরভ বলি জাফতনগর ৯নং ওয়ার্ডের জামশেদ চৌধুরী বাড়ীর মোহাম্মদ মুছার ছেলে।
মামলার প্রধান আসামি করিমের তালাকপ্রাপ্ত স্ত্রী নিগার সুলতানাকে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মো. ওসমান প্রকাশ সৌরভ বলিসহ আরও কয়েকজনের নাম বলেন তিনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, ডাবল মার্ডার মামলার আসামি সৌরভ বলিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার মো. ওসমান প্রকাশ সৌরভ বলিকে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করাসহ রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available