বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কনকনে ঠাণ্ডায় গরিব-দুঃখী শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর জাহান। এ ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি সোমবার বিকালে উপজেলার পাগলা শ্যাম নগর গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস জানায়, চলতি শীত মৌসুমে এযাবৎ ১ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বডিং, হাফিজিয়া মাদ্রাসাসহ ছিন্নমূলের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ ধারাবাহিকতায় পাগলা শ্যামনগর গ্রামের হাউজ বিল্ডিং এলাকায় শীতার্তদের কম্বল প্রদান করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিআইও ইমরুল কায়েস, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খান শহীদুল ইসলাম, সাংবাদিক এসএ কালাম, জালিস মাহমুদ, অফিস সহকারী আনিস মোল্লা, কার্যসহকারী হুমায়ুন কবির, অফিস সহায়ক মো. আবু সাঈদ প্রমুখ।
ইউএনও কোহিনুর জাহান বলেন, ‘পিআইও অফিসের ১ হাজার ৬০০টি কম্বল ছাড়াও আমার নিজের খাতের বরাদ্দ ১০০টি কম্বল দরিদ্রদের মাঝে প্রদান করেছি। সরকারের বরাদ্দকৃত সকল সহায়তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available