বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বসুন্ধরার সহযোগিতায় ও শুভসংঘের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে ঝুঁকি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার বেলা ১২টায় ফকিরহাট বনফুল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং তা থেকে উত্তরণে করণীয় কি এ বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শুভসংঘের সভাপতি বিপুল বিপুল রায় চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন শুভ সংঘের সহ-সাধারণ সম্পাদক হালিমা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ নাসির উদ্দিন, কালেরকণ্ঠের ফকিরহাট প্রতিনিধি ও শুভ সংঘের উপদেষ্টা মান্না দে, শুভসংঘের উপদেষ্টা সৈয়দা রশ্মি, সিনিয়র শিক্ষক দুলাল কৃষ্ণ রাহা, নিমাই কৃষ্ণ দাস, মাওলানা আব্দুর রব, শেখ আব্দুর রব, মোহাম্মদ জিল্লুর রহমান, ইসমত জাহান, কবিতা দাশ, আলিজা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এ থেকে উত্তরণের নির্দেশনা মূলক আলোচনা করেন।
খুলনা জেলা শুভসংঘের সভাপতি বিপুল বিপুল রায় চৌধুরী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ভয়াবয়তা তুলে ধরেন এবং থেকে উত্তরণের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা তার সাথে একাত্মতা প্রকাশ করে। তিনি বৃক্ষরোপণের উপর অধিক গুরুত্ব প্রদান করেন।
প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশ বিপর্যয় এই গুরুত্বটি শিক্ষার্থীদের বেশি করে উপলব্ধি করতে হবে এবং এ থেকে উত্তরণের জন্য তাদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে।
তিনি বিভিন্ন দেশের পরিবেশ বিপর্যয়ের সাথে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের সাদৃশ্য এবং ক্ষয়ক্ষতির বিষয়টি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available