• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০১:৫৫:৪৬ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০১:৫৫:৪৬ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

১৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:৩৭

লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক লাখ ৩৬ হাজার টাকা মূল্য মানের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রামই অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামের সফি উল্যাহর ছেলে বেলাল হোসেন, রামগতি চর কলাকোপা গ্রামের আবদুর রশিদের ছেলে আবুল কালাম ও নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম নিরঞ্জনপুর মজিবুল হকের ছেলে সাইদুল হক আরিফ।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানায়, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর রাতে হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে আহম্মদ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে চলতি বছর ৪ জানুয়ারি ভুক্তভোগী আহম্মদ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তি মাধ্যমে গত ৮ জানুয়ারি লিটন ও হৃদয় নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। লিটন মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মনছুর আহাম্মদের ছেলে ও হৃদয় হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের নুর হোসেনের ছেলে।

পরদিন তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ১২ জানুয়ারি রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকা থেকে বেলালকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে মিয়ার বাজারের একটি জুয়েলার্স দোকান থেকে ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একইভাবে অপর দুই আসামি আরিফকে নোয়াখালীর মাইজদী ও কালামকে লক্ষ্মীপুর জেলার রামগতির আজাদনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার স্বর্ণালংকারের মধ্যে এক জোড়া রিং ঝুমকা, একজোড়া ছোট দুল, একজোড়া কলেজ রিং ঝুমকা, একপিস নথ ও একটি পার্টি চেইন রয়েছে।

প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ও জেলায় কর্মরত গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:২২:০০

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১০:১৪






ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৯:০৯