মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মুজিব নগর সেচ উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া বিএডিসির (সেচ ভবন) সহকারী প্রকৌশলীর দফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল অভিযানের নেতৃত্ব দেন।
নীলকমল পাল বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬ অভিযোগের প্রেক্ষিতে বিএডিসি কুষ্টিয়া সদরে অভিযান চালিয়েছি। ২৪৮ কোটি টাকার মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে বিভিন্ন অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি এবং প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তারই প্রেক্ষিতে প্রকল্পের রেকর্ডপত্র যাচাই বাছাইয়ের জন্য চেয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকল্প পরিচালক বা সহকারী প্রকৌশলী কেউ অফিসে উপস্থিত না থাকায় আমরা শুধু তালিকা পেয়েছি। সেই তালিকানুযায়ী মাঠে সরজমিনে গিয়ে তদন্ত করবো।
দুদকের কর্মকর্তা বলেন, ২০২০ সাল থেকে শুরু হওয়া মুজিব নগর সেচ উন্নয়ন প্রকল্পটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। এর পাশাপাশি প্রকল্পে পছন্দের ঠিকাদারের কাছে শিডিউল বিক্রির অভিযোগ রয়েছে। সেখানে কোনো অর্থ আত্মসাৎ হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। সরেজমিন ও রেকর্ডপত্র যাচাই করে আমরা অবশ্যই তথ্য উদ্ঘাটন করতে পারব। এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাক না কেনো তাতেদরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, যেহেতু তিনটি জেলা মিলে প্রকল্পটি বিস্তৃত সেহেতু তিন জায়গাতেই দুদক অভিযান চালাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available