• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০১:৪৫:২৮ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০১:৪৫:২৮ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক

১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৯:০৯

ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতে টিকটক করে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ জানুয়ারি রোববার তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। সোমবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

তারা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া ও মাইনুদ্দিন। তাদের নিকট থেকে দুটি অ্যান্ড্রয়েড, বাটন ফোন, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দ আলামতসহ আটকদের রোববার রাতে থানায় সোপর্দ করে বিজিবি।

সোমবার সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়নক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, রোববার দুই বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতের মেঘালয় ষ্টেইটের কোনো এক পাহাড়ি এলাকায় প্রবেশ করে টিকটক ভিডিও ধারণ করতে।

এরপর ওই দিন বিকেলে ভারত থেকে ফেরার পথে ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল রাজাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। তিনি আরো বলেন, আটকদের মোবাইলে ভারতে ধারণকৃত বেশ কিছু স্থির চিত্র (ছবি) ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দির রাজাপাড়া সীমান্তের একাধিক লোকজন জানান, আটক দু’জন টিকটক ভিডিও তৈরির জন্যই মূলত ভারতের মেঘালয়ে অনুপ্রবেশ করেছিল।

প্রসঙ্গত, ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির পার্শ্ববর্তী মাছিমপুর বিওপির ওপারে ভারতের মেঘালয়ে সুপারির চালানসহ অবৈধ অনুপ্রবেশ করায় মেঘালয়ের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল বিশ্বম্ভরপুরের গামাইতলা খাসপাড়ার জয়নাল আবেদীনের ছেলে চোরাকারবারি সাইদুলকে গেল (৮ ডিসেম্বর) বুধবার গুলি করে হত্যা করে।

এরপর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যে কোনো ধরণের অপতৎরতা প্রতিরোধে সীমান্তে বিজিবি’র নিয়মিত টহলের পাশাপাশি বিশেষায়িত পৃথক পৃথক টিম গঠন করে সিলেট সেক্টরের পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিজিবি সিলেট সেক্টরের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:২২:০০

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১০:১৪






ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৯:০৯