ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: গত ৫ আগস্ট সৈরাচার সরকার পতনের পর সারাদেশে রাজনৈতিক মামলাসহ মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা।
১৩ জানুয়ারি সোমবার রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ ও রাজশাহী মডেল প্রেস ক্লাবের আয়োজনে রাজশাহীর স্থানীয় সাংবাদিক সংগঠনসহ রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তানোর সাংবাদিক ক্লাব পরিবারের (টি'এস.সি) সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজের উপস্থাপনায় মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, আমাদের সারা দেশের সহকর্মীদের এইভাবে ঢালাও মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। সাংবাদিকদের ভূমিকা না থাকলে চব্বিশের পরিবর্তন সম্ভব ছিলো না।
পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাবাদী কুচক্রী মহল বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেয়। চব্বিশের পরিবর্তনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছিলেন দেশের কোথাও নির্দোষ ও সাধারণ মানুষের নামে হয়রানিমূলক মামলা করা হবে না। কিন্তু আজ সেটাই হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিরা আরও বলেন, সাংবাদিকদের এইভাবে হয়রানি করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রী মহল। সাংবাদিকের কণ্ঠরোধ করা গেলেই তাদের নিজ স্বার্থ হাসিল করা যাবে।
এ-সময় উপস্থিত সকলেই প্রধান ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ফয়সাল আজম অপু, জেলা কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন, বিভাগীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মো. সুরুজ আলী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, রাজশাহী গ্রীন সিটি প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা সুইট, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা মাল্টিমিডিয়া রিপোর্টার মো. জাহিদ হাসান সাব্বির, রাজশাহী গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি মো. সারোয়ার হোসেন সবুজ, দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজশাহী ব্যুরো আনিসুজ্জামান (আনিস), মোহনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী জেলার সভাপতি আব্দুর রহমান (টিটু), রবিউল ইসলাম, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, মাসুদ রানা, মডেল প্রেস ক্লাবের সদস্য আলামিন হক হিরু, তানোর উপজেলা সভাপতি টুটুল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available