ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে দুই ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এদিকে সকালে দায়িত্ব গ্রহণের সাথে সাথেই দুপুরে অ্যাকশনে গেছেন অ্যাসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিন।
১৩ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার গামারীতলা ও নানুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
অভিযানে নানুপুর ইউনিয়নের পিবিএম ও এসবিএম ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে পিবিএম ও এসবিএম ইটভাটা মালিককে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করে তৎক্ষণাৎ আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available