নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
১৪ জনুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে আসেন।
জানাযায়, সকাল ১০টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় গণসংযোগ এবং পথসভা কার্যক্রম। এরপর, সাড়ে ১১টায় আদমজী সড়কে ও পরে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে পথসভা ও গণসংযোগ করা হবে। সর্বশেষ, সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুর্নবাসন করার চেষ্টা করবে আমরা ধরে নিবো গত ১৬ বছর আওয়ামী লীগ জাহিলিয়াতের রাজনীতি করেছে। তাতে তাদের সহযোগিতা রয়েছে। বিগত দিনে দুর্বৃত্তায়ন, প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে আশাহত করেছে, তরুণ সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে ওই কারণে তরুণ সমাজ রাস্তায় নেমেছে।
তিনি আরো বলেন, তরুণদের বাদ দিয়ে যদি কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নিবে না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available