খাগড়াছড়ি প্রতিনিধি: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি এনসিটিবি বাতিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত পিসিপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মধুপুরে সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে আদিবাসী স্বীকৃতির ৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা লিখিত বক্তব্য তুলে ধরেন। এছাড়া, পিসিপি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বিজয় চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের পিসিপি সভাপতি প্রীতি চাকমাসহ নেতাকর্মীরা অংশ নেন।
ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে এত বৈষম্য কেন ! মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা অভিযোগ করে বলেন, পৃথিবীতে কোন জাতিকে পিছনে ফেলে সার্বিক অগ্রগতি লাভ করতে পারে না। তেমনিভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশের আদিবাসীদের স্বীকার করে সাংবিধানিক নিশ্চয়তা প্রদান করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মনে করে, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানাচ্ছি।
সেই সাথে এনসিটিবির সংস্করণে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল রাখা এবং আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, আত্মপরিচয় রক্ষার্থে অনতিবিলম্বে এনসিটিবি মাধ্যমিক পাঠ্যপুস্তক বিশদভাবে লিপিবদ্ধ করার উদাত্ত আহ্বান জানান সংবাদ সম্মেলনে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available