নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবিসহ কারখানা বন্ধের প্রতিবাদে সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তারা বিশৃঙ্খলা না করলেও দীর্ঘসময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত সেনসিবল ফ্যাশন প্রতিষ্ঠানের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সাথে স্টাফরা খারাপ আচরণ করে। এমনকি কারখানার ভিতরে ক্যান্টিন না দিয়ে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাহিরে যাওয়ার সুযোগ দেয়া হয় না। এছাড়াও সকাল ৮টা এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টা এক মিনিট পর গেটের সামনে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। মালিকের কঠিন এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে।
তারা আরও জানান, কোন কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় কোন সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এছাড়াও মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানিসহ হুমকি দেয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোন ধরনের বকেয়া না থাকা সত্ত্বেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে। তাদের সাথে কথা বলে মালিকপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সাথে নিয়ে সমস্যার সমাধান করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available