সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি।
১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ডাংগা বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মেম্বার মো. রবিউল ইসলাম বলেন, আমরা এলাকাবাসি বর্তমানে প্রতিবেশী মামলাবাজ মোজাহারুল ইসলামের অত্যাচারে বড় অসহায় হয়ে পড়েছি। তিনি তুচ্ছ কোনো ঘটনা হলেই এলাকার লোকজনের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। এ পর্যন্ত তিনি এলাকার লোকজনের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করেছেন। আদালতে বর্তমানে ১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বাকি মামলাগুলো এখনও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি এলাকার খাতিবুল ইসলামের সাথে জমি নিয়ে দ্বন্দ্বে আরও একটি মামলা দায়ের করেন। ওই মিথ্যে মামলায় আসামি করা হয় ২১ জনকে। তাদের মধ্যে একজন ছাত্র রয়েছে। যাদের নামে মামলা দেয়া হয়েছে তাদের অনেকেই এলাকায় ছিল না। আমি মেম্বার হিসেবে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে তিনি আমাকে মামলার আসামি করেন। বর্তমানে আমি আদালত থেকে জামিনে রয়েছি। এলাকার সহজ সরল লোকজনকে এতোগুলো মামলা দিয়ে তিনি হয়রানি করছেন। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ময়নুল হক, মমিনুল ইসলাম, মাহাবুল হক, বেলাল হোসেন, আজগার আলী বাবুল, আনোয়ার হোসেনসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available