খুলনা ব্যুরো: গণমাধ্যমকে আরও বেশি শক্তিশালী করার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধতা সব থেকে বেশী জরুরি। এ জন্য সাংবাদিকদের বেতন কাঠামো ও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক নিরপক্ষেতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বিগত সময়ের রাজনৈতিক মতাদর্শের কারণে যারা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে সুষ্ঠু কাজ করার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন সকলের মতামত নিয়ে একটি যুগোপযোগী সুপারিশপত্র প্রেরণ করবে যা বর্তমান অন্তর্ভুক্ত আলমি সরকার কার্যকর করবে। এর বাকি অংশ গণতান্ত্রিক নির্বাচিত রাজনৈতিক দল বাস্তবায়ন করবে।
এ সময় উপস্থিত ছিলেন- গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আখতার হোসেন খান, জিমি আমির, টিটু দত্ত গুপ্ত, বেগম কামরুন্নেসা হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available