মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১টার দিকে পল্লী সঞ্চয় ব্যাংক গাংনী উপজেলা শাখার আয়োজনে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে এ উঠান বৈঠক হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, জুনিয়র অফিসার আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আক্তার ও জুনিয়র অফিসার আমিরা হামজা। উঠান বৈঠকে জুগিন্দা গ্রাম উন্নয়ন সমিতির নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available