বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে দীর্ঘ ১৬ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে দুটি অধিবেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শরিফুল আলম। সকাল ১০টায় প্রথম অধিবেশন শুরু হয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের নেতা আবু ওয়াহাব আকন্দ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টার দিকে ব্যালট পেপারে ভোট গ্রহণের মাধ্যমে শুরু হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে অংশ গ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। দীর্ঘ ১৬ বছর পর গঠিত কমিটি মানুষের কল্যাণে কাজ করবে বলেও সকলের প্রত্যাশা।
উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৫১০ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে ৪ সভাপতি প্রার্থীর মধ্যে ঘড়ি প্রতীকে ২২৯ ভোটে সভাপতি নির্বাচিত হন অ্যাড. বদরুল মোমেন মিঠু ও সেক্রেটারি পদে ৭ প্রার্থীর মধ্যে মাছ প্রতীকে ১৮৭ ভোটে বিজয়ী হয়েছেন আতিকুল ইসলাম হেলিম তালুকদার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available