সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের শতাধিক কৃষক প্রায় ৩শ বিঘা জমিতে উচ্চ ফলনশীল বাড়ি মিষ্টি আলু-৮ চাষ করেছেন। ধান আবাদের চেয়ে লাভবান হওয়ায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের সহযোগিতায় ও পরামর্শে এ আবাদের প্রতি ঝুঁকছেন ওই এলাকার চাষীরা।
১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মিষ্টি আলুর মাঠ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর মহাপরিচালক ডক্টর মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। তিনি এ অঞ্চলসহ সারা দেশের কৃষকদের সহযোগিতায় যে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে তাদের পাশে রয়েছেন বলে জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর সেবা ও সরবরাহ পরিচালক ডক্টর আশরাফ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর গবেষণা বিভাগ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. মাজহারুল আনোয়ার, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ গাইবান্ধার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ গাইবান্ধা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. জাহাঙ্গির আলম, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ গাইবান্ধা বৈজ্ঞানিক সহকারী কর্মকর্তা মো. হারুন অর রশিদসহ আরও অনেকে।
কৃষি গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায়, কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিনে গবেষণা বিভাগ গাইবান্ধার অধীনে ওই এলাকার কৃষকদের চলতি মৌসুমে প্রত্যেক ১ বিঘা জমির অনুকূলে বিনামূল্যে মিষ্টি আলুর লতা প্রদান করেন। সেই সঙ্গে বোরণ ১ কেজি, পটাশ ১৫ কেজি সার ও স্প্রে ঔষধ সরবরাহ করা হয়েছে।
কৃষক শফিকুল ইসলাম, শাহীন ও নজরুল ইসলাম এশিয়ান টিভি অনলাইনকে জানান, ধান আবাদের চেয়ে মিষ্টি আলুর আবাদে খরচ কম ও লাভ অনেক বেশি হয়। এ জন্য এ এলাকার কৃষকরা ধান আবাদের চেয়ে আলু চাষে আগ্রহী হচ্ছেন। অন্য আলুর চেয়ে উৎপাদন বেশি হওয়ায় ও কম খরচে অধিক লাভ পাওয়ায় এ আলু চাষে ঝুঁকছেন চাষীরা।
উল্লেখ্য, ধান আবাদে এই এলাকায় বিঘা প্রতি খরচ হয় প্রায় ১৫ হাজার টাকা, আর আয় হয় ১০ হাজার টাকা। মিষ্টি আলু আবাদে বিঘা প্রতি খরচ ১৫ হয় হাজার টাকা এবং আয় হয় ৪৫ হাজার টাকারও বেশি। বিঘা প্রতি আলু উৎপাদন হয় প্রায় ৭০ থেকে ৮০ মণ। ফলন ও দাম উভয় দিক থেকেই কৃষকরা লাভবান হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available