মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া র্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মওলা ইসলাম (২৫) ও আজমত আলী (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মওলা ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর দারগার মোড় এলাকার ভোগল প্রমানিকের ছেলে এবং আজমত আলী একই এলাকার উজির মালিথার ছেলে। র্যাবের দাবি তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈশ্বরদীগামী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে তল্লাশি করলে সেখানে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব। পরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল হেফাজতে রাখার অপরাধে মাওলা ইসলাম ও আজমত আলীকে আটক করা হয়।
এরপরে র্যাব এর পক্ষ থেকে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটক দুই মাদক কারবারিকে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available