• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ বিকাল ০৩:৫৯:১৯ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ বিকাল ০৩:৫৯:১৯ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

তিতাসের অভিযানে কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৫ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪৮:১১

তিতাসের অভিযানে কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় বেশ কয়েকটি প্রিন্টিং কারখানায় অভিযান পরিচালনা করা হলোও মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা আগেই কারখানা বন্ধ করে শটকে পড়েছে।

১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গদাবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিল্টন রায় উপস্থিত ছিলেন।

এ সময় তিনটি কারখানা বাইরে থেকে তালা বদ্ধ থাকায় ভেতরে প্রবেশ না করেই তাদের রাস্তা থেকে মেন লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। এছাড়া একটি প্রিন্টিং কারখানার ভেতরে প্রবেশ করে কাউকে না পাওয়া গেলেও সেখানে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সেখান থেকে ৪০টি বার্নার ও একটি কম্প্রেসার মেশিন জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, সরকারি সম্পদ রক্ষার্থে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিতাস গ্যাস ঢাকা মেট্রো বিক্রয় ও বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মাহবুব হোসেন, জিনজিরা বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ নাসির হোসেনসহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৭:১০



সিলেটে আশার নব নির্মিত ভবন উদ্বোধন
১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৫:১৭