• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৯:০০ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৯:০০ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী লোকজ, সাংস্কৃতিক ও পিঠা উৎসব

১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৭:৪০

টাঙ্গাইলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী লোকজ, সাংস্কৃতিক ও পিঠা উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় ৩ দিনব্যাপী লোকজ, সাংস্কৃতিক ও পিঠা-পুলি উৎসবের আয়েজন করা হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার সকালে জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হওয়া এ উৎসবে ৪২টি স্টল জায়গা পেয়েছে।

এসব দোকানে দেশীয় ঐতিহ্য ভাপা পিঠা, দুধের পিঠা, নকশি, চিতই, পাটি সাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠাসহ বাহারী পিঠা স্থান পেয়েছে। উৎসবে ঐতিহ্যবাহি লাঠি খেলা, মেয়েদের হাডুডু খেলা ও বায়োস্কোপ প্রদরশনের পাশাপাশি গ্রামীণ নানা আয়োজন উপভোগ করছে সকল বয়সী মানুষজন।

টাঙ্গাইল কালচারাল রিফরমেশন ফোরামের আয়োজনে ৩ দিনব্যাপী লোকজ, সাংস্কৃতিক ও পিঠা উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। উৎসবে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গোলাম আম্বিয়া নুরী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল মোহন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল মওলা প্রমুখ। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি  তুলে ধরতে এ ধরনের আয়োজন খুবই সময়োপযোগী বলে মন্তব্য করেন অতিথিরা।  

আয়োজকরা জানান, ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসবে থাকবে লাঠি খেলা, ছেলেদের ও মেয়েদের হাডুডু খেলা, সং যাত্রা, যাদু প্রদর্শন, যাত্রাপালা, পুথি পাঠ, লোকজ গান, গোল্লাছুট, ওপেন টু বাইস্কোপ, কুতকুত, খেলা। এছাড়া হামদ, নাথে রাসুল, কীর্তন, শ্যামা সংগীতসহ দেশজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু জানান, দীর্ঘ সময় ধরে এ দেশে লোকজ সংস্কৃতি বিলুপ্তি প্রায়। মোবাইলের কারণে শিশুরা লোকজ ও সাংস্কৃতিক থেকে একেবারে দূরে সরে গেছে। লোকজ সংস্কৃতি কি, শিশুরা তা জানে না। এই উৎসবের মূল আকর্ষণ হল ঢেঁকিতে প্রকাশ্যে চিড়াকোটা ও মুড়ি ভাজা হবে। পিঠা কিভাবে তৈরি হয় সেটা দর্শক ও শিশুদের দেখানো হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি অভিভাবকের কাছে জানতে পারলাম, শিশু তার বাবাকে প্রশ্ন করেছে মুড়ি কোন গাছে হয়। মুড়ি যে গাছে ধরে হয় না, শিশুর এমন প্রশ্ন দোষের না। কারণ শিশুরা মাঠে-ঘাটে খেলাধুলার বাস্তবতা থেকে অনেকটাই দূরে। সেই অনুভব থেকে আমরা এ রকম লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৬


শাহরাস্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৪৬






গাজীপুরে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ
১৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫২:৩৯