সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ব্যুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয়ের মাঠে ব্যুরো বাংলাদেশের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন এবং বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কাউনিয়া এলাকার ব্যবস্থাপক মো. শাহ আলম, গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক বিজয় কুমার সূত্রধর, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক সভাপতি এম এ গফফার মোল্লা, ইউনিয়ন জামায়াতে ইসলামির সেক্রেটারি রাশেদুল ইসলাম বাবু, রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয় অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন বলেন, সুন্দরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে প্রায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ব্যুরো বাংলাদেশের মানবিক কার্যক্রমে সারা দেশে একটি উদাহরণ তৈরি করবে। পরে পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এদিকে হাড়া কাঁপনো এই শীতে কম্বল পেয়ে শীতার্ত একাধিক ব্যক্তি বলেন, এখন পর্যন্ত কোনো কম্বল পাইনি। ব্যুরো বাংলাদেশ এনজিওর একটি কম্বল পেয়ে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই খুশি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available