• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:১৮ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:১৮ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে বিশেষ অভিযানে ১৫ লক্ষ টাকার বনভূমি উদ্ধার

১৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৫৪:৩৫

শ্রীপুরে বিশেষ অভিযানে ১৫ লক্ষ টাকার বনভূমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বিশেষ অভিযানে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার সকালে শ্রীপুর উপজেলা রেঞ্জের অধীনে দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সিংড়াতুলী বিট অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে মো. রুহুল আমিনের কাছ থেকে বহিরাগত মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি জমি ক্রয় করে তার লোকজন নিয়ে বনের জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিংড়াতুলী বিট অফিসের লোকজন মো. জহিরুলের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় এবং সরকারি বনভূমি করা হয়। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন সিংড়াতুলী বিট কর্মকর্তা ওয়ালিদ বিন-মতিনসহ বন কর্মকর্তা ও কর্মচারীরা।

বিট কর্মকর্তা জানান, এই ঘটনায় জবরদখল কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাস্থলে এসে জানতে পারি বহিরাগত মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি মো. রুহুল আমিনের কাছ থেকে জমি ক্রয় করে বাড়ি নির্মাণে কাজ চালাচ্ছে, সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চারা রোপণের বিষয়ে এখনোও সিদ্ধান্ত নেই নাই, আমাদের আরো অনেক জমি আছে, চিন্তা ভাবনা আছে চারা রোপণ করার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৬


শাহরাস্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৪৬