গাজীপুর (পশ্চিম) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাদিম (৪৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ । ১৫ জানুয়ারি বুধবার দুপুরে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।
এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বুধবার দিবাগত রাতে আসামি নাদিমের হেফাজতে মাদক ও অস্ত্র রয়েছে এবং পূবাইল থানার হাড়ীবাড়িরটেক এলাকায় তার বড় বোন ইলা মনির বাসায় তিনি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই মারফত আলী ও এসআই নাজমুল হকসহ একদল সদস্য ঘটনাস্থলে এসে নাদিমের বড় বোন ইলা মনির বাসায় তল্লাশি করে।
এ সময় একটি কালো রঙের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড বুলেট ও তার ঘরে থাকা ওয়ার ড্রপের ভিতর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার অবৈধ বাজার মূল্য অনুমান ১,৪০,০০০/-টাকা বলে জানা যায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম বলেন, ইতঃপূর্বে অস্ত্র ও মাদক মামলায় এই কারবারি একাধিকবার জেলও খেটেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূল ও যুবকদের এর করালগ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available