নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: নাঙ্গলকোট উপজেলার শত বছরের ঐতিহ্য ঠান্ডা কালিবাড়ির মেলা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিযে ১৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে রাত অবধি ব্যবসায়িক কার্যক্রম চলছে। এ উপলক্ষে নাঙ্গলকোটের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। ট্রেন, বাস, মোটরসাইকেল, অটোরিকশা এবং দলবেঁধে পায়ে হেঁটে মানুষ মেলায় উপস্থিত হন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ২ দিন পূর্ব থেকে ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশী তৎপরতা জোরদার করে। বড় মাছ ও মিষ্টি ছিল মেলার অন্যতম আর্কষণ। এছাড়াও কাঠের ফর্নিচার, কৃষি সরাঞ্জামাদি, খেলনা শিশু সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য এ বাজারে ক্রয়বিক্রয় হয়। কুমিল্লার শ্রেষ্ঠ এ বাজারে ফেনী, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ জনতার ভিড় জমে। প্রতি বছর বাংলা সনের ১ লা মাঘ এ মেলার আয়োজন করা হয়।
নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মেঘরা গ্রামের উপেন্দ্র চন্দ্রের বাড়ির আঙ্গিনায় বসা মেলা কালক্রমে বিশাল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে।
মেলাটি শীতকালে হওয়ায় ঠান্ডা আর কালিবাড়ির আঙ্গিনায় বিধায় ঠান্ডা কালিবাড়ি নামেই পরিচিতি পেয়েছে। ৪/৫ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান বসে। মেলায় ২/৩ লাখ মানুষের ভিড় জমে। মেলার ২/৩ দিন আগ থেকে দোকানীরা পসরা সাজাতে শুরু করেন এবং ভোর রাতে মেলা ভাঙার পর মালামাল গোছাতে আরো ২/১ দিন সময় লাগে।
মূলত একদিনের মেলা হলেও সপ্তাহজুড়ে চলে তৎপরতা। মেলার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available