ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের আয়োজনে, সাধারণ সদস্য মো. শরিয়ত আলী’র অকাল মৃত্যুতে তার স্মৃতিচারণ, পরিবারকে আর্থিক সহযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার সময় ঝিলিম ইউনিয়ন সম্মেলন কক্ষে চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-১ মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ২ মাসের পুরো বেতনের মোট দেড় লক্ষ টাকা মৃত শরিয়ত আলীর পরিবারের হাতে তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোছা. তাছমিনা খাতুন বলেন, সত্যিই আমি চেয়ারম্যান ও সদস্যদের সাধুবাদ জানাই এমন একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য। এটি একটি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ। এখান থেকে আমাদের শিক্ষা নেয়া প্রয়োজন।
ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান বলেন, শরিয়ত আলী একজন সৎ, দক্ষ, মেধাবী ও চৌকস সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে ঝিলিম ইউনিয়ন পরিষদ গভীরভাবে শোকাহত। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। ইউনিয়ন পরিষদ সদস্যদের ব্যক্তিগত ফান্ড থেকে অনুদান দেয়ার মতো এরকম মানবিক উদ্যোগে সত্যি আমি মুগ্ধ ও অভিভূত। ভবিষ্যতে এ ধরনের মানসিকতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান ও নিজেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল, মহিলা (সংরক্ষিত) ইউপি সদস্য মোসা. জোহরা বেগম (১, ২, ৩), মোসা. হালিমা বেগম (৪, ৫, ৬), মোসা. শওকত আরা (৭, ৮, ৯), সাধারণ সদস্য মো. বাদশাহ, মো. মোস্তাফিজুর রহমান, মো. এনামুল হক, মো. আসরাফ, মো. নুরুল ইসলাম, মো. রাসেল, সাইদুর রহমান, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আমিনুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের দফাদার, মহলদার ও কর্মচারীবৃন্দ।
সবশেষে মৃত ইউনিয়ন পরিষদ সদস্য মো. শরিয়ত আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available