বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বাবা-ছেলেসহ ৭ তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত ২টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকার একটি তামাক চাষের খামার বাড়িতে হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায়।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছার জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে সেখানে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধরণ লোকজন জানিয়েছেন, জনসংহতি সমিতির সমর্থিত সশস্ত্র একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে। তারা এর আগেও খামার বাড়ির মালিক মোহাম্মদ আমিনের কাছ থেকে চাঁদা চেয়েছিল। এর জন্য সাধারণ মানুষ আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকার মো. আমিনের তামাক চাষের খামার বাড়িতে হানা দেয়। তারা মোহাম্মদ আমিন (৪০) ও তার ছেলে মোহাম্মদ সাকিব (১৫) সহ তামাক চাষে নিয়োজিত আরও পাঁচ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। বুধবার সকালে এ ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন গজালিয়া সেনা ক্যাম্পে খবর দেয়। সকালে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল সেখানে গিয়ে অভিযান চালাচ্ছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব জানিয়েছেন, ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। সেখানে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের ঘটনা পাহাড়ে প্রায়ই ঘটছে। এ জন্য একটা দৃঢ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available