• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ বিকাল ০৪:০৪:২২ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ বিকাল ০৪:০৪:২২ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪৬:১০

হিলিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের আমদানি রফতানিকারক সিআ্যন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

১৫ জানুয়ারি বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক ও সিনিয়র সহকারী সচিব দীনেশ সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল হিলি স্থলবন্দরে আসলে প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ তাদের শুভেচ্ছা জানান।

পরবর্তীতে হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে স্থানীয় আমদানি রফতানিকারক, সিআ্যন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের নিয়ে মতবিনিময় করেন।

সভায় প্রতিযোগিতা আইন ২০১২ ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ক বিভিন্ন আইন সম্পর্কে অবগত করেন। সেই সাথে আমদানিকৃত পণ্য বন্দরে মজুদ রেখে বাজারে সরবরাহ ব্যাঘাত সৃষ্টি করে দাম না বাড়ানোর কথা জানান। এটি করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান কর্তৃপক্ষ।

এসময় বন্দরের ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি রফতানি করতে বিভিন্ন সমস্যার বিষয়গুলি তুলে ধরে তা সমাধানের দাবি জানান। পরে তিনি বৈঠক শেষে হিলি স্থলবন্দর পরিদর্শন করেন ও এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সহকারী পরিচালক নাজমুল হোসেন, নুর উদ্দিন যোবায়ের, হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তার, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা, হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সভাপতি ও সাবেক হাকিমপুর পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হক, সি এ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনুর ইসলাম, শ্রমিক নেতা মো. আলহাজ্ব ওমর আলী মল্লিক, সোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নলডাঙ্গায় ২০০শ বছরের পুরানো পৌষ মেলা
১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪০:০৪