• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৫:৩৭ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৫:৩৭ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:১৩:০৫

লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুরের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সেক্রেটারি সাইফুল আলম পারভেজ, সহ-সভাপতি নারায়ণ ঘোষ, ক্যাশিয়ার স্বপন পোদ্দারসহ জেলার বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। লক্ষ্মীপুরে রেস্তোরাঁগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী কাজ করে তাদের সংসার চালায়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাব রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি এই পেশায় জড়িত সবার উপরেই পড়বে।

এ সময় বক্তারা আরো বলেন, ভোক্তা দিবে ভ্যাট। তাই ভ্যাট আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভ্যাট ও শুল্ক কর সহনীয় পর্যায়ে রেখে জেলায় অনুমোদনহীন মিনি চাইনিজ ও ভ্রাম্যমাণ স্ট্রিট ফুড দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নলডাঙ্গায় ২০০শ বছরের পুরানো পৌষ মেলা
১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪০:০৪