• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ বিকাল ০৫:০৭:৫৫ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ বিকাল ০৫:০৭:৫৫ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাশিমপুরে হুকলিক গাড়ির চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০১:৪২

কাশিমপুরে হুকলিক গাড়ির চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে হুকলিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে জেসমিন আক্তার (৪০) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে মহানগরীর কাশিমপুরের ৫ নম্বর ওয়ার্ডের রাইসমিল এলাকার শৈলডুবী সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জীবনপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কাশিমপুর এলাকায় বসবাস করতেন এবং জিরাবো সিলভার ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইসমিল এলাকা থেকে একটি হুকলিক গাড়ি জামগড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় চলন্ত গাড়িটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা হুকলিক গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার ফলে কাশিমপুর এলাকার গার্মেন্টস শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফকিরহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
১৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫৭:৪২





বকশীগঞ্জে নববধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক
১৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:০৯:৫৯