মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ব্যবসার টাকা বুঝে নিতে এসে মারধরের শিকার হলেন ঢাকা হাজারিবাগের এনামুল করিমের ছেলে মুসফিকুর করিম। এছাড়াও মুসফিকুরের ৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের আসমত আলির ছেলে সেলিম রেজা, সেলিমের পিতা আসমত আলী ও সেলিমের বন্ধু একই গ্রামের রাজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মুসফিকুর করিম গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মুসফিকুর তার বন্ধু সেলিম, সেলিমের পিতা আসমত ও সেলিমের গ্রামের বন্ধু রাজিবের সাথে গরুর ফার্ম করার জন্য ব্যবসায়ী পার্টনার হিসাবে চুক্তিবদ্ধ হয়। এরপর সেলিমদের বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের টাকা প্রদান করে। যার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। ভুক্তভোগী বিবাদীদের সর্বমোট ৭০,০০,০০০/- (সত্তর লক্ষ) টাকা প্রদান করে। ১২/১০/২০২৪ তারিখে বিবাদীরা ভুক্তভোগীকে জানায়, তার মূলধনসহ লভ্যাংশ মিলে সর্বমোট ১,২৫,০০,০০০/- (এক কোটি পঁচিশ লক্ষ) টাকা প্রাপ্ত হয়েছে।
পরবর্তীতে ২৮/১২/২০২৪ তারিখ বিকাল ৪টার দিকে ভুক্তভোগী মুসফিকুর তার ভাই ও তার ব্যবসায়ী পার্টনাররা মিলে ঢাকা থেকে সেলিমদের বাড়িতে এসে ব্যবসার হিসাব বুঝে নিতে চাইলে সেলিমরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি, কাঠের বাটাম ও রড দিয়ে সবাইকে বেধড়ক মারধর করে।
এছাড়া মারধরের একপর্যায়ে সেলিম ভুক্তভোগী মুসফিকুরকে হাড়ভাঙ্গা জখম করে। পরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদেরকে রক্ষা করে। এরপর ভুক্তভোগীরা মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে ঘটনাটি জানালে সেনা অফিসার বিবাদীদেরকে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে বিবাদীরা জানায় ভুক্তভোগীর পাওনা টাকা ২৯/১২/২০২৪ তারিখ বিকাল ৪টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতে পরিশোধ করবে। কিন্তু ভুক্তভোগীরা ধারণা করছে বিবাদীদের বাড়িতে পুনরায় গেলে বিবাদীরা তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই ভুক্তভোগী মুসফিকুর তার প্রাপ্ত টাকা আদায়ে প্রশাসনের সহযোগিতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সেলিমের পরিবারের সাথে কথা হলে তারা ব্যাংকের মাধ্যমে মুসফিকুরের টাকা পরিশোধ করেছেন বলে জানালেও ভুক্তভোগী মসফিকুর জানান তিনি এখনো তার প্রাপ্ত টাকা বুঝে পাননি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস. এই গাফফার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available