• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানবতাবিরোধী অগ্নিসন্ত্রাসীদের মুখে গণতন্ত্র হাস্যকর: মনোরঞ্জন শীল গোপাল

৬ মে ২০২৩ বিকাল ০৫:৪৩:০২

মানবতাবিরোধী অগ্নিসন্ত্রাসীদের মুখে গণতন্ত্র হাস্যকর: মনোরঞ্জন শীল গোপাল

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ অনিবার্য বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

তিনি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি, বিজ্ঞানভিত্তিক প্রগতি, জঙ্গিবাদবিরোধী ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে বাংলাদেশ। বাংলাদেশের এই অবস্থানে শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সফল সফর বাংলাদেশকে ভিন্নমাত্রায় উন্নীত করেছে।

তিনি আরও বলেন, যারা বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করতে চায়, তারা মূলত বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। মানবতাবিরোধী অগ্নিসন্ত্রাসীদের মুখে গণতন্ত্র হাস্যকর। যারা আগুন দিয়ে মানুষকে মেরেছিল, তারা যখন গণতন্ত্রের কথা বলে, তখন মানুষের কাছে ও একটি ভণ্ডামি মনে হয়। যারা নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করে, তারা মুক্তিযুদ্ধের চেতনায় কখনোই বিশ্বাসী হতে পারে না।

৫ মে শুক্রবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ কেন্দ্রীয় হরিবাসর মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শেষে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডিসি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি ,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম  যজ্ঞানুষ্ঠানের কেন্দ্রীয় আহবায়ক ভবেশ চন্দ্র রায়, সদস্য সচিব মধুসূদন দাস কেতু, সাবেক সভাপতি গিরিজা নাথ দাস, সাবেক সাধারণ সম্পাদক নৃপেন রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ।

পরে ভক্তদের লীলা কীর্তন শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫