সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল মাবুদ।
তিনি বলেন, দুটি মরদেহ একসাথে উদ্ধার করা হয়েছে। তারা উভয়ে পুরুষ। মৃতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে, আনুমানিক তাদের দুজনের মধ্যকার একজনের বয়স ২৮ এবং আরেকজন ৪৫ বছর হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available