কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ পদ্ধতিতে ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় পৌরসভার বোয়ালিয়া ব্লকে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
লোহাজুরী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজহার মাহমুদ, কটিয়াদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঈনুল ইসলাম, আবু বকর সিদ্দিক, বনগ্রাম ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ও সাবেক মেম্বার সোনা মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, সমলয় চাষাবাদ পদ্ধতি আধুনিক কৃষির একটি মডেল, যা উচ্চ ফলনশীল জাতের একযোগে চাষ, ট্রেতে বীজ বপন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ, সুষম সার ব্যবহার এবং কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন নিশ্চিত করে। এতে উৎপাদন বাড়বে, খরচ কমবে এবং কৃষি শ্রমিক সংকটের সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাণিজ্যিক কৃষিতে উত্তরণের জন্য যান্ত্রিকীকরণ ও সমলয় চাষাবাদ একটি কার্যকর পদক্ষেপ। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, শ্রমিক সংকট হ্রাস পাবে এবং কৃষকরা লাভবান হবেন।
উদ্ভাবনী এ কৃষি উদ্যোগের মাধ্যমে কটিয়াদীর কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available