• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩১ রাত ০১:১৯:০০ (18-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩১ রাত ০১:১৯:০০ (18-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গু‌নিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ১

১৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪৮:৩১

রাঙ্গু‌নিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আমেনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আসামি আমেনা বেগম (৩০)কে  করেছে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটার দিকে শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা খাতুন উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দুধ পুকু‌রিয়া পূর্ব পাহাড় গফুর বাদশার বাড়ি এলাকার আবদুল গফুর ড্রাইভারের স্ত্রী। ঘাতক স্বামী পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা মো. হাছি মিয়া বাদী হয়ে  দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন। এতে নিহতের স্বামী আবদুল গফুর ড্রাইভারকে প্রধান করে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন একই এলাকার মো. মোনাফের স্ত্রী আমেনা বেগমকে (৩০) গ্রেফতার করে।

নিহতের স্বজনরা জানান, ২০১৫ সা‌লে আমেনার সা‌থে একই এলাকার আবদুল গফুরের বিয়ে হয়। তা‌দের ৪ মাস বয়সী এক মে‌য়ে, ৪ ও ৭ বছর বয়সী দুই ছে‌লে সন্তান রয়েছে। গত ৫ মাস আ‌গে স্বামী আবদুল গফুর পরকীয়া প্রেমের বাধা দেওয়ায় কাল হ‌য়ে দাঁড়ায় আমেনা। এমনকি সে দ্বিতীয় বিয়ে করলে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। কোনো আলামত পাওয়ার যায়নি। তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





খুলনায় যুবকের লিঙ্গ কর্তন করে যুবতীর পলায়ন
১৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:৫৪