মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে জৈবিক উপায়ে এবং বিষমুক্ত সবজি চাষ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছে কৃষি বিভাগ। ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে কুড়াগাছা ব্লকে উপকারভোগী কৃষকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
৬ মে শনিবার মধুপুর উপজেলার কুড়াগাছা গ্রামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। এ সময় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ এনামুল হক, উপ-সচিব সুষমা সুলতানা, ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইলের উদ্যান উপ-পরিচালক মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাপস কুমার পাল, কৃষক মাজেদুর রহমান, আলমগীর হোসেন ও কম্পোস্ট চাষী জেসমিন আক্তারসহ আরও অনেকে।
এর আগে কুড়াগাছা গ্রামে বিষমুক্ত বেগুন, করলা, ঢেড়স, পটলসহ বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন শেষে কৃষি মডেল গ্রামের বিভিন্ন কম্পোনেন্ট পরিদর্শন ও ধান কাটার উদ্বোধন করা হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available