লক্ষ্মীপুর প্রতিনিধি: আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ হয়।
সভাপতি পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবদুন নুর (স্বাধীন সংবাদ), তার প্রতিদ্বন্দ্বী ডা. কামালুর রহিম সমর (গ্লোবাল টিভি) পেয়েছেন ১২ ভোট।
সহ-সভাপতি পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল আজিম (স্বাধীন সংবাদ), তার প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ (উপকূল কণ্ঠ) পেয়েছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন (দৈনিক আমার সময়), তার প্রতিদ্বন্দ্বী সহিদুল ইসলাম (এস এ টিভি) পেয়েছেন ১৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে দৈনিক শেয়ার বীজ, এশিয়ান টিভি ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল এর জেলা প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (দৈনিক ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক (পল্লি নিউজ) নির্বাচিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনির হোসেন (দৈনিক জবাবদিহি), তার প্রতিদ্বন্দ্বী তানভীর আহম্মদ (দৈনিক নতুন চাঁদ) পেয়েছেন ১৫ ভোট।
প্রচার সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়সাল মাহমুদ (দৈনিক আলোকিত সকাল), তার প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ (দৈনিক গণমুক্তি) পেয়েছেন ১৪ ভোট।
ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব (দৈনিক জনতা), তার প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দীন (দৈনিক সরেজমিন বার্তা) পেয়েছেন ১০ ভোট।
কার্য নির্বাহী সদস্য পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন (দৈনিক আজ বার্তা), তার প্রতিদ্বন্দ্বী ইসমত দ্দোহা (ক্রাইম প্রতিদিন) পেয়েছেন ১৯ ভোট ও সাহাব উদ্দীন (দৈনিক রুপসী বাংলা) পেয়েছেন ১৭ ভোট।
মো. নুর ইসলাম চন্দন (দৈনিক আলোকিত লক্ষ্মীপুর) ও ইব্রাহিম খলিল মঞ্জু (দৈনিক যায় যায় কাল) নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী (২০২৫-২০২৬) অর্থ বছরের জন্য প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন। চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. আবদুল কাদের বাহার প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট সামছুল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে ২৭ ডিসেম্বর প্রথম দফায় ও ১৭ জানুয়ারি-২০২৫ এ গ্রহণ করা হয়। প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের পর্যবেক্ষণের মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন কার্যক্রম শেষ হয় ফলাফল ঘোষণার মাধ্যমে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে কঠোর নজরদারিতে ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available