• ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৫৯:৫০ (18-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৫৯:৫০ (18-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বুড়িচংয়ে শিক্ষকের নির্যাতনে ৬ বছরের শিশু আহত: তদন্তে পুলিশ

১৮ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৫১:২৩

বুড়িচংয়ে শিক্ষকের নির্যাতনে ৬ বছরের শিশু আহত: তদন্তে পুলিশ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজাহান মাস্টারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজের জন্য স্তূপীকৃত বালুর উপর উঠে তা নষ্ট করায় ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটিকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেন।

শিশুটির পরিবার থেকে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় পানি থেকে উদ্ধার করে শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

শিশুটির মা শামসুন নাহার তানিয়া জানান, ঘটনার আকস্মিকতায় সে ভয়ে ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর মা মোসা. শামসুন নাহার তানিয়া (৩৫) বাদি হয়ে বুড়িচং থানায় বুড়িচং পূর্ব পাড়ার মৃত মঞ্জুর আলী সর্দারের ছেলে মো. শাহ জাহান (৫০) এর  বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত কমিটি অল্প সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় মানবাধিকার কর্মী রুবেল মজুমদার জানান, এ ধরনের কর্মকাণ্ড শিশুর মানসিক বিকাশে অন্তরায়। শিশুদের প্রতি এ ধরনের সহিংসতা প্রতিরোধে আরও সচেতনতার প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩৩:৪৫

রাঙ্গুনিয়ায় বিশ্ব ওলিদের ওরশ অনুষ্ঠিত
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৯:০৮