সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় থান কাপড় কসমেটিকসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য সুনামগঞ্জ জেলা শহর থেকে জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
র্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহলদল সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর থেকে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা থানকাপড়, কসমেটিকস, খাদ্যসামগ্রীসহ এসব চোরাচালানের পণ্য জব্দ করেছে।
জব্দ পণ্যসামগ্রী’র মধ্যে রয়েছে, ভারতীয় ৮৪৮ পিস শাড়ি, ৪২ থান জর্জেট কাপড়, জনসন বেবী লোশন, বড়প্লাস বডি লোশন, নেসলে কিটক্যাট চকলেট, ডাব ক্রিমবার সাবান, কাবেরি মেহেদি কোন। জব্দ এসব পণ্যের মূল্য প্রায় ৪২ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা।
শুক্রবার রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করে বলেন, এরপূর্বে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর এলাকা থেকে ওইসব চোরাচালানের ভারতীয় পণ্য র্যাব জব্দ করে। অভিযানে পুলিশ সহযোগিতা করেছে বলে জানান র্যাবের মিডিয়া অফিসার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available