গাজীপুর মহানগর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজুর সভাপতিত্বে এবং গাছা থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সরকার ও গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শরীফ সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. হারুনুর রশিদ খান, বিএনপি নেতা মনির খান, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, মোহাম্মদ আলম মাস্টার, যুবদল নেতা আজিজুল হক, মো. সেলিম খান, আবুল কাশেমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে বিনা চিকিৎসায় বাংলাদেশে রেখেছে অথচ উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেননি। বাহিরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করালে আল্লাহর রহমতে অনেক আগেই তিনি আরোগ্য লাভ করতেন।
ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে আজকে স্বৈরাচারীর পতন হয়েছে। ইনশাল্লাহ ইতোমধ্যেই লন্ডনে খালেদা জিয়ার সব চিকিৎসা চলছে। আল্লার রহমতে তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available