• ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ বিকাল ০৩:১১:৫৬ (18-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ বিকাল ০৩:১১:৫৬ (18-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধবদীতে মুক্তিযোদ্ধার পরিবার অবরুদ্ধ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৫:০৫

মাধবদীতে মুক্তিযোদ্ধার পরিবার অবরুদ্ধ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: মাধবদীর কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার পরিবার অবরুদ্ধ শিরোনামে ফেইসবুকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালনা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মোল্লা বাবু, কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী রাসেল ও স্থানীয় ইউপি সদস্য বক্তব্য রাখেন।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে সাইড ওয়াল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ আসলেও স্থানীয় কতিপয় লোকের অসহযোগিতার জন্য কাজ করতে পারছিলাম না। দিনে নির্মাণ করলে রাতে ভেঙ্গে ফেলা হতো। পরে এলাকাবাসীর সহায়তায় আমরা তা সম্পন্ন করি।

কিন্তু ১১ জানুয়ারি শনিবার আমাদের স্থানীয় শিক্ষানবিশ আইনজীবী রাসেল ও বিএনপিকে জড়িয়ে মুক্তিযোদ্ধা পরিবার অবরুদ্ধ শিরোনামে ফেইসবুকে একটি সংবাদ প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। শিক্ষানবিশ আইনজীবী রাসেল, তার পরিবার ও বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ এ অপপ্রচার করছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে অপপ্রচারকারী দে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘ দিনের চলাচলের পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। মানবিক দিক বিবেচনা করে বিদ্যালয়ের সাইড ওয়ালে মুক্তিযোদ্ধা পরিবারের অংশে একটি পকেট গেইট রাখলে পরিবারটি উপকৃত হবে এমনটাই প্রত্যাশা তাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিজেসি’র সভাপতি রুম্মন, সম্পাদক ঢালী
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৬:১৮

খেজুরের রস খেতে গিয়ে বাস চাপায় ৩ বন্ধু নিহত
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:২৬:২০

চোরদের আর নির্বাচিত করবেন না: সাখাওয়াত হোসেন
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৯:২০