• ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ বিকাল ০৩:১০:২৯ (18-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ বিকাল ০৩:১০:২৯ (18-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম

১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৫:০৮

কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম

জয়পুরহাট প্রতিনিধি: জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সামনে দাঁড়াতে না পেরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়।

সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থিত অনেক চেয়ারম্যানও এলাকা ছেড়ে আত্মগোপনে অবস্থান করায় ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকেন তারা। এ অবস্থায় স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম।

ইউনিয়নবাসীর সকল প্রকার সেবা কার্যক্রম চলমান রাখতে স্থানীয় সরকার বিভাগ পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যানদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব প্রদানে আদেশ জাড়ি করেন।

২০২৪ সালের ১৯ আগস্ট পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের স্থানীয় সরকার বিভাগ অনুপস্থিত চেয়ারম্যানদের নামের তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করেন। পরিপত্র অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী পরিষদে অনুপস্থিত চেয়ারম্যানের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখতে ১নং প্যানেল চেয়ারম্যানকে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দ্বায়িত্ব পালনে আদেশ দেন।

জেলা প্রশাসক কার্যালয়ের আদেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দ্বায়িত্ব পান মোছা. মোমেনা বেগম। তিনি ইউনিয়নের (৪, ৫ ও ৬) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য নির্বাচিত হয়।

মোছা. মোমেনা বেগম বলেন, দ্বায়িত্ব পাওয়ার পর থেকেই আমি পরিষদের সচিব ও সকল ইউপি সদস্যদের পরামর্শ অনুযায়ী কাজ করছি। তিনি সঠিক, সুন্দর ও জবাবদিহিতা মূলক পরিষদ পরিচালনার জন্য প্রশাসন ও ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন। উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. জিহাদ মন্ডল কুসুম্বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিজেসি’র সভাপতি রুম্মন, সম্পাদক ঢালী
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৬:১৮

খেজুরের রস খেতে গিয়ে বাস চাপায় ৩ বন্ধু নিহত
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:২৬:২০

চোরদের আর নির্বাচিত করবেন না: সাখাওয়াত হোসেন
১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৯:২০