পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে মাসব্যাপী নানা আয়োজনে মেতে উঠেছে তরুণরা। হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভিন্ন রকম আমেজ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সুধী সমাজ। জানা গেছে, পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসবের বিভিন্ন ইভেন্টে কয়েক হাজার তরুণ অংশ নিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসবে মোট ২৫টি ইভেন্টের আয়োজন রয়েছে। ১৮ ডিসেম্বর এই উৎসব শুরু হয়। ২৫টি ইভেন্টের মধ্যে প্রত্যেক উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা হাজার হাজার দর্শক উপভোগ করছে।
প্রত্যেক ইউনিয়ন এবং উপজেলায় কেমন চাই আগামীর বাংলাদেশ শিরোনামে তরুণদের অংশ গ্রহণে আয়োজিত হচ্ছে কর্মশালা। শুরু হয়েছে শহরের সৌন্দর্য বৃদ্ধি কার্যক্রম । জীববৈচিত্র বিলুপ্তি রোধে পাখির অভয়ারণ্য স্থাপন ও বৃক্ষ রোপণ কর্মসূচি চলছে।
এসব আয়োজনেও অংশ নিচ্ছে জেলার বিভিন্ন গ্রাম শহরের তরুণ সমাজ। ভলিবল, ফুটবল টুর্নামেন্ট চলছে। এসব টুর্নামেন্ট প্রত্যেক উপজেলায় আয়োজিত হচ্ছে। টুর্নামেন্ট উপভোগ করছে হাজার হাজার দর্শক। কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩’শ শিশু-কিশোর। দিনব্যাপী সাইকেল রেইস, অবস্টাকল রেইস এবং স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিশু কিশোর, তরুণ তরুণী। শনিবার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম।
জেলা প্রশাসক মো. সাবেত আলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব খোরসেদ আলম খান, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, ১৮ বিজিবির অধিনায়ক ল্যা. কর্নেল মনিরুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদি হাসান প্রমুখ ।
উৎসবে আগামী ২১ জানুয়ারি বির্তক উৎসব, ২২ জানুয়ারি উপস্থিত বক্তৃতা, ২৩ জানুয়ারি শুরু হবে তিন দিন ব্যাপী পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা, গণমাধ্যম কর্মীদের জন্য ক্রীড়া বিনোদন, স্কিল ডেভলপমেন্ট ইযুথ সামিট, ইংলিশ স্পিকিং, লার্নিং, ফ্রিল্যান্সিং, নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনের উপর অনুষ্ঠিত হবে দিনব্যাপী প্রশিক্ষণ। রয়েছে নতুন বাংলাদেশের ধারণা প্রদানের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে (রিকশাওয়ালা, শ্রমিক, ড্রাইভার ) প্রশিক্ষণ কর্মসূচি।
তরুণরা বলছে- তারুণ্য উৎসবের বিভিন্ন আয়োজন বাস্তবায়নে কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অন্তত ২ শতাধিক তরুণ। বিভিন্ন ভ্যানুতে চলছে এই উৎসব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানান, এই উৎসবে হাজার হাজার তরুণ অংশ নিয়েছে। তারা মাদক ও দুর্নীতি বিরোধী স্লোগানে মুখরিত করেছে পঞ্চগড় জেলা।
জেলা প্রশাসক জানান, মাসব্যাপী তারুণ্যের উৎসব আয়োজনের লক্ষ্যই হচ্ছে তরুণদের মধ্যে লিডারশিপ তৈরি করা। এ জন্য তাদেরকে উৎসব বাস্তবায়ন এবং পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। হাজার হাজার তরুণ এই উৎসবে অংশ নিয়েছে। তরুণদের বিভিন্ন আয়োজন উপভোগ করছে হাজার হাজার মানুষ। আমরা জেলার সর্বস্তরের তরুণদের এই উৎসবে যুক্ত করার চেষ্টা করেছি। আগামী ২৫ জানুয়ারি বিখ্যাত ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available