মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অতিমাত্রায় শীত বইছে। অসহনীয় শীতে শীতার্তদের উষ্ণতার ছোঁয়া দিতে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাটিরাঙ্গা প্রেস ক্লাব।
১৮ জানুয়ারি শনিবার বিকালের দিকে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস ক্লাব এ মহতী উদ্যোগের আয়োজন করে।
প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল বলেন, শীতার্তদের একটু খানি উষ্ণতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মাটিরাঙ্গা প্রেস ক্লাব কর্তৃক এমন মহতী উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে শীতবস্ত্র বিতরণের চেষ্টা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অবিরত থাকবে বলে তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available