• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:১৬:২৫ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:১৬:২৫ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সালাউদ্দিন চৌধুরী সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের সৌজন্য সাক্ষাৎ

১৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৫৮:৫২

সালাউদ্দিন চৌধুরী সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: স্টাইলিশ গার্মেন্টস চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্রদের সদ্য কেন্দ্রীয় অনুমোদিত কমিটির সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সালাউদ্দিন চৌধুরীর বাসভবনে সাক্ষাৎ করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্রদের অভিনন্দন জানিয়ে ৫ আগস্টের পর পরই শিল্প কারখানা পরিদর্শনে যাওয়ায় ও বিভিন্ন শ্রমিক আন্দোলনের ইস্যুতে সহায়তা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি অর্থনীতিরে রক্ষায় সকলকে মনোযোগী হওয়ার কথা বলেন এই ব্যবসায়ী।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন করেছিলেন উল্লেখ করে সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা কখনও কোন অন্যায়ের পক্ষে ছিলাম না। দেশের ও কমিউনিটির কল্যাণে স্বার্থহীনভাবে আমরা সকল সরকারের সাথে কাজ করি।

এসময় ছাত্ররা শীঘ্রই অর্থনীতি বাঁচাতে কেন্দ্রীয়ভাবে আলাপ আলোচনা করে এ শিল্পকে বাঁচাতে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ