• ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৯:৫৫ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৯:৫৫ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নাঙ্গলকোটে মহিলা চোর চক্রের ৩ সদস্য আটক

১৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩১:২২

নাঙ্গলকোটে মহিলা চোর চক্রের ৩ সদস্য আটক

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে মহিলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে উপস্থিত জনতা।

১৮ জানুয়ারি শনিবার উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর গলার স্বর্ণের হার নিয়ে পালানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার ধরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০), আক্কাছ মিয়ার মেয়ে দিলুরা বেগম (৩২), সোয়াব মিয়ার মেয়ে তাহামিনা আক্তার (২২)।

হাসাপাতাল সূত্রে জানা যায়, সরকারি হাসপাতালে দীর্ঘদিন যাবত একটি চোর চক্র সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছিল। বিভিন্ন সময় সতর্ক করা হলেও চুরি বন্ধ করা যায়নি। এতে আতঙ্কে থাকতেন রোগী ও তার স্বজনরা।

শনিবার সকালে ঝাটিয়া পাড়া গ্রামের জাকের হোসেনের মেয়ে রেহানা বেগম নামের এক নারী তার অসুস্থ স্বামীকে ডাক্তার দেখানোর জন্য টিকিট নিতে সিরিয়ালে দাঁড়ালে চোর চক্রের তিন সদস্য তার গলা থেকে হার নিয়ে টানাটানি করে পালানোর সময় তাদেরকে হাতেনাতে আটক করে উপস্থিত জনতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় চোর চক্রের তিন সদস্যকে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরচক্রের তিন সদস্যকে থানায় নিয়ে আসি। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ