নারায়ণগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা একসাথে ঝাঁপিয়ে পড়েছিল বলে ফ্যাসিবাদের পতন হয়েছে। সে আন্দোলনে কার কতটুকু ভূমিকা ছিল সেটা বিবেচ্য বিষয় নয়।
১৮ জানুয়ারি শনিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উপদেষ্টা এ কথা বলেন।
পতিত সরকারের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ফারুকী বলেন, ফ্যাসিস্টরা ভারতে বসে এখনও চক্রান্ত করছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৬ বছর বিএনপি জামায়াতের কেউ গুম খুন হলে সাংস্কৃতিক অঙ্গনের কেউ কথা বলতে পারতো না।
তিনি আরো বলেন, প্রাচীন পানাম নগরীকে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আধুনিক রিসোর্ট হিসেবে গড়ে তোলার কাজ শুরু হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মো. মফিদুল রহমান, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; মো. জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ; প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশ এর সূরা সদস্য; আজহারুল ইসলাম মান্নান, সভাপতি, সোনারগাঁও উপজেলা বিএনপি প্রমুখ।
উল্লেখ্য, লোককারুশিল্প ও লোকজ উৎসব চলাকালীন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অনুষ্ঠান সূচিতে নাম না বলায় তাদের অনুসারীরা হট্টোগোল শুরু করে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available