• ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩০:৪১ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩০:৪১ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

১৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০৭:৫৭

কুষ্টিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছোরা ও একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়। ১৭ জানুয়ারি শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাকিলাদহ ফাড়ি পুলিশ রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন- মেহেরপুর সদর থানার বামনপাড়া এলাকার কিবরিয়া মুন্সী (২৭), রাধাকান্তপুর এলাকার জয়নাল আবেদীন (২৩), চকশ্যামনগর এলাকার আশিক (২১), সুজন মিয়া (২০) ও রাজাপুর এলাকার গোলাম সারোয়ার (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার্স ইনচার্জ মমিনুল ইসলাম।

এদিকে এ ঘটনায় স্থানীয় দুজন ডাকাত পালিয়ে গেছে। মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী কাকিলাদহ ফাড়ির ইনচার্জ তাহমুদুল ইসলাম বলেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের দুইজন সদস্য পালিয়ে গেলে ৫ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলা হয়। তাদের নিকট থেকে একটি বড় রামদা, একটি ছোট রামদা, একটি ছুরি ও দঁড়ি উদ্ধারসহ একটি ইঞ্জিন চালিত গরু টানা গাড়ি উদ্ধার করা হয়। আটকদের রাতেই থানাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ৭ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরপুর থানার অফিসার্স ইনচার্জ মমিনুল ইসলাম জানান, পুলিশের অভিযানে ৫ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পটুয়াখালীতে কোডেক’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
১৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২১:৫০

অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু
১৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:০৪





সোনারগাঁওয়ে ৮ কেজি গাঁজাসহ ২ জন আটক
১৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪৯:৩৪