খুলনা ব্যুরো: খুলনা নভোথিয়েটার প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক নেতৃবৃন্দ।
১৯ জানুয়ারি রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ-জামান।
লিখিত বক্তব্যে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে নভোথিয়েটারের কাজ শুরু হয়েছে। কিন্তু ২০১২ সাল থেকে খুলনা নভোথিয়েটারের জন্য জমি খুঁজতেই সময় লেগেছে প্রায় ১০ বছর। এ ছাড়া প্রকল্পের জন্য এ পর্যন্ত প্রায় পৌনে এক কোটি টাকার মতো খরচ হয়েছে। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে খুলনাবাসী হতবাক। খুলনার প্রতি চরম বৈষম্য পরিলক্ষিত হয়েছে বলে মনে করেন নাগরিক নেতারা।
সংবাদ সম্মেলনে খুলনা উন্নয়ন কমিটির মহাসচিব এ্যাড. হাফিজুর রহমান হাফিজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available